× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটের মহা সমাবেশ সফলে মৌলভীবাজারে ৮ দলের মিছিল

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার:

০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আগামী ৬ ডিসেম্বর সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আন্দোলনরত ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত ৮ দলীয় জোটের মহা সমাবেশ সফলে মৌলভীবাজারে প্রচার মিছিল করেছে জোটের নেতাকর্মীরা।  

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল সোয়া ৪ টার দিকে শহরে চৌমুহনা এলাকার দেওয়ানী জামে মসজিদ চত্বর থেকে হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে শুরু হয় ওই প্রচার মিছিল। 

মিছিলটি চৌমুহনা হয়ে সাইফুর রহমান সড়ক দিয়ে কুসুমবাগ এলাকার এসআর প্লাজার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর জেলা আমীর  ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, খেলাফত মজলিসে জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সহসভাপতি আছাদ আহমদ চৌধুরী ,বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সহ-সভাপতি মাওলানা মোঃ আবুল কালাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জেলা সভাপতি আব্দুল মজিদ, জেলা জামায়াত সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারী ডাঃ মোঃ এবাদুর রহমান চৌধুরী, ডেভেলপমেন্ট পার্টি জেলা সেক্রেটারী এডভোকেট আব্দুল ওয়াহিদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, খেলাফত মজলিস জেলা সহ সেক্রেটারি মাওলানা সৈয়দ সাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়েন্ট সেক্রেটারী মোঃ আইয়ুব আলী প্রমুখ ।

মিছিল পরবর্তী সমাবেশে ৮ দলীয় জোটের নেতা ও খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম বলেন, আমাদের ৫ দফা দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বনা। প্রয়োজনে যদি আবারো চব্বিশে জুলাই আরেকটি সংঘটিত হয়, তাহলে আরেকটি চব্বিশে জুলাই আমরা করব, তবুও আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।

তিনি বলেন,  এটা হচ্ছে আমাদের বাঙলার জনগণের খুশির সুসংবাদ। আমরা দেখতে পাচ্ছি আমরা যখন দাওয়াতি কাজ করে যাচ্ছি, তখন জনগণ বলে আপনারা সবগুলো ইসলামি দল এক হয়ে আসেন, ইনশাআল্লাহ সামনের নির্বাচন হবে ইসলামের নির্বাচন। সামনের নির্বাচন হবে কোরআনের নির্বাচন। বাংলাদেশ হবে ইসলামী দলের বাংলাদেশ। জনগণের দাবি অনুযায়ী ইসলামী দলগুলো একজোট হয়েছে। আগামী ৬ ডিসেম্বর সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের মহা সমাবেশ থেকে নেতৃবৃন্দ যে ঘোষণা দেবেন, সেই ঘোষণা অনুযায়ী প্রয়োজনে রক্ত দেবো আমরা। 

এছাড়াও সমাবেশে বক্তারা ৬ ডিসেম্বর জনসভা বাস্তবায়নের লক্ষ্যে জেলা ও উপজেলা ভিত্তিক আন্দোলনর ৮ দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রচার পত্র বিলি, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে  প্রচার মিছিল করার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.