বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ২০২৪-এর জুলাই-আগস্টের পর থেকে আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা আমূল পরিবর্তন ঘটবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ফ্যাসিস্টদের অসমাপ্ত কাজ নিজেদের কাঁধে তুলে নিয়েছে একটি দল। তারা আগের ধারার রাজনীতি আবারও প্রচলনের চেষ্টা করছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা চাই নীতি ও মূল্যবোধের রাজনীতি। চাই সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে উঠুক। হত্যা–দখলদারিত্বের, চাঁদাবাজির রাজনীতি আমরা চাই না।
গাইবান্ধার বিভিন্ন সংকট তুলে ধরে শিবির সভাপতি বলেন, “এ জেলার মানুষ এখনো পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পায় না। নারীদের জন্যও প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত হয়নি।” এসব সংকট সমাধানে তিনি যোগ্য, সৎ ও দক্ষ নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।
জামায়াতের জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ফয়সাল কবির রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।
সমাবেশ শেষে জামায়াতে ইসলামী মনোনীত জেলার ৫ সংসদ সদস্য প্রার্থীকে নিয়ে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে গাইবান্ধা সরকারি কলেজে নবীন বরণ ও ছাত্রদের ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়।