রামপালের উজলকুড় গ্রামের ১২ জন নিরীহ গ্রামবাসী রেক্সনা নামের এক মামলাবাজ মহিলার একের পর এক মামলায় জর্জরিত হওয়ার খবর পাওয়া গেছে।এ ঘটনায় ভুক্তভোগী গ্রামবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নিরাপত্তার দাবী জানিয়েছেন।
জানা গেছে, উজলকুড় গ্রামের ওমর ফারুকের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার বাসিন্দাদের সাথে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে ওমর ফারুকের স্ত্রী রেক্সনা বেগম বাগেরহাটের আদালতে পর পর ৩ টি মামলা দায়ের করেন। মামলায় আল মামুন, শরীফ সরদার, সোহাগ সরদার, মাসুম বিল্লাহ, মাকসুদ শেখ, আসাদ শেখ, সিরাজ শেখ, আজিজুল শেখ, ইসরাফিল শেখ, মইনুল শেখ, আমজাদ শেখ ও দুলু শেখের নামে মামলা করেন। মামলা গুলো যথাক্রমে বাগেরহাটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (রামপাল) এর আদালতে ০৮-১০-২০২৫ তারিখে পি-১৩১/২৫ নম্বর মামলা, ১৮-১১-২০২৫ তারিখে পি-১৪৩ নম্বর মামলা ও বাগেরহাটের বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ০২-১১-২০২৫ তারিখে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ ধারায় মামলা করেন। একাধিক করা মামলার অভিযোগে রেক্সনা মারপিট, নগদ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করেন। একের পর এক মামলা করায় গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা হয়রানিমূলক মামলা থেকে রেহাই পেতে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে রেক্সনার মোবাইল ফোন কল করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি, তবে ফোন তার স্বামী ওমর ফারুক রিসিভ করে বলেন, আমার মেয়েকে প্রাইভেট পড়ানোকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। আসামিরা আমাদের মারপিট করায় আমার স্ত্রী রেক্সনা একাধিক মামলা করেছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি আতিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, তাৎক্ষণিকভাবে নথিপত্র না দেখে কোন মন্তব্য করা যাবে না।