× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি প্রতিনিধি

০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:১৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাঙ্গামাটি রাজস্থলী  প্রেস ক্লাবের সাধারণ সভা ৪ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।রাঙ্গামাটি রাজস্থলী  প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ক্লাবের সাধারণ সম্পাদক সুমন খান এর সঞ্চালনায় প্রেস ক্লাবের  সভাপতি মো, আজগর আলী খান এর সভাপতিত্বে,  সভায় উপস্থিত ছিলেন যুগ্ন সম্পাদক উচাপ্রু মারমা,  সিনিয়র সহ-সভাপতি চাথোয়াইমং মারমা, সহ সভাপতি হারাধন কর্মকার, কাইয়ুম হোসেন মিরাজ, সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ, কোষাধক্ষ্য নুশরাত জাহান নিশু,  কার্যকরী কমিটির সদস্য হাবিবুল্লাহ মিসবা, আইযুব চৌধুরী সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন , রাজস্থলী প্রেস ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি এলাকার সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তার প্রতীক। সাংবাদিকতার মান উন্নয়ন, সদস্যদের প্রশিক্ষণ এবং সুশৃঙ্খল ক্লাব পরিচালনা আমাদের প্রথম অগ্রাধিকার। আমরা চাই, রাজস্থলী প্রেস ক্লাব দেশের অন্যতম শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে উঠুক। এজন্য সকল সদস্যের ঐক্য, অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতি আজগর আলী খান  বলেন, রাজস্থলী প্রেস ক্লাবের কার্যক্রম গতিশীল করতে আমরা ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। সদস্যদের কল্যাণমূলক উদ্যোগ, পেশাগত প্রশিক্ষণ, ডিজিটাল সাংবাদিকতার উন্নয়ন এবং সংগঠনের ভৌত সুবিধা বাড়ানোর কাজ এগিয়ে চলছে। আমরা চাই ক্লাবের প্রতিটি সদস্য দায়িত্বশীল ভূমিকা পালন করুন এবং পেশাগত নৈতিকতা বজায় রেখে সমাজের কাছে সত্য, ইতিবাচকতা ও ন্যায়পরায়ণতা তুলে ধরুন।

এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন এবং রাজস্থলী প্রেসক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবাই একত্রে কাজ করার প্রতিশ্রুতি দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.