× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান

পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি:

০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী ঔষধ জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বুধবার (০৪ ডিসেম্বর ২০২৫) ভোররাত থেকে সকাল পর্যন্ত ব্যাটালিয়নের পদ্মশাখরা, গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-০২ থেকে প্রায় ৫০০ গজ ভেতরে দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। একইদিন গাজীপুর বিওপির টহল দল গাজীপুর এলাকায় আরও ৩৫ হাজার টাকার ঔষধ জব্দ করে।

কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি দল মেইন পিলার-১৩/৩ এস এর ৬ আরবি এলাকার ভাদিয়ালী গ্রাম থেকে ২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির দুটি অভিযানিক দল শ্বশানঘাট ও চান্দাপোস্ট এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ উদ্ধার করে। এছাড়া চান্দুরিয়া বিওপির টহল দল গোয়ালপাড়া এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।

অভিযানগুলোতে জব্দকৃত মালামালের মোট মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় দ্রব্য দেশে পাচার করার চেষ্টা করছিল। এতে যেমন দেশের স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি উল্লেখযোগ্য রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে সরকার।

উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। এ ধরনের চোরাচালান বিরোধী অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে বিজিবিকে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

অভিযানের নেতৃত্ব দেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি, এডি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.