মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঞ্জুমান সুলতানা এর সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন, শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা, আলোচনা সভা এবং প্রার্থনাসভা। পাশাপাশি দিবসটি শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা স্বাধীনতার মহান অর্জন স্মরণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের অবদান আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভা শেষে ইউএনও জানান, মহান বিজয় দিবস আমাদের জাতীয় অস্তিত্বের প্রতীক। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে আমরা দিনটিকে সর্বোচ্চ মর্যাদায় পালন করবো।