× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশখালীর উন্নয়ন দিয়ে পুরো দেশ আলোকিত হবে

পেকুয়ায় ধানের শীষে ভোট চাইতে গিয়ে: সালাহউদ্দিন আহমদ

এ.এম হোবাইব সজীব, কক্সবাজার।

০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:০৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই এই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।

তিনি কক্সবাজারের পেকুয়া নিজ এলাকায় ভোট চাইতে গিয়ে বলে বিএনপির শাসন আমলে উদ্যোগ নেওয়া মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর হচ্ছে। আর মহেশখালীর উন্নয়ন দিয়ে পুরো দেশ আলোকিত হবে। আর চকরিয়া -পেকুয়া হবে উপ-শহর। এখানকার মানুষের জীবন যাত্রার মান বদলে যাবে। তিনি বলেন মহেশখালীর সাথে যোগাযোগের সেতু বন্ধন হবে পেকুয়া ও চকরিয়ার সাথে।

বুধবার ও ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) নিজ জন্মস্থান পেকুয়া উপজেলার বিভিন্ন  ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

এদিন সকাল ৮টা থেকে তৃতীয় দিনের মতো নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন দলের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১২-১৪ বছর পরে আপনাদের দেখতে আসার সুযোগ হয়েছে। এজন্য আল্লাহর কাছে অফুরন্ত শুকরিয়া আদায় করছি। আপনারা দোয়া করেছিলেন বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।

আপনারা সবাই জানেন আমাকে হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার আমাকে গুম করেছিল। আল্লাহ আমার হায়াত রাখায় এবং সবার দোয়ায় আমি আজ আপনাদের সামনে আসতে পেরেছি।

বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই দেশের ঐক্যের প্রতীক। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। একইভাবে আমাদের নেতা তারেক রহমানসহ আমাদের জন্য দোয়া করবেন।

এ দেশের ফ্যাসিস্টবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের আমাদের শীর্ষ নেতা তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশের সরকারের নেতৃত্ব দেবেন উল্লেখ করে তিনি বলেন, আশা করি আগামী দিনে সুষ্ঠু, সুন্দর পরিবেশে নিরপেক্ষ একটি নির্বাচনে মুক্ত ও স্বাধীনভাবে আপনারা মতামত ও ভোট প্রদান করতে পারবেন। আমার অনুরোধ থাকবে আপনারা সবাই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.