× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

চট্টগ্রাম ব্যুরোঃ

০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের উদ্যোগে বুধবার (৩ নভেম্বর) মাগরিবের নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শাহী জামে মসজিদের খতীব মাওলানা আনোয়ারুল ইসলাম আনসারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এম. সাঈদুল ইসলাম ও সহ-সভাপতি তারেক ইকবাল রনি। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান আহ্বায়ক মো. ইদ্রিচ, সদস্য সচিব মনির উদ্দিন শাওন, যুগ্ম আহ্বায়ক রেজা হায়াত খান, নাঈম উদ্দিন দিপু, তৌহিদুল ইসলাম, ইসতাফিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য ইব্রাহীম, আসহাব কোরাইশী, কামরুল হাসান কাদের, নিয়ামুল হক হৃদয়, বোরহান, আমিনুল ইসলাম, দানিয়াল আলম, রায়হান, পারভেজ, আশিখ রানাসহ ছাত্রদলের আরও বহু নেতা-কর্মী।

আয়োজকরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের সমৃদ্ধি-কল্যাণে সকলের প্রতি দোয়ার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.