লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম মাঝাপাড়া এলাকায় বাসের ধাক্কায় মর্জিনা খাতুন (৩৫) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন যাত্রী।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মর্জিনা একই উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকার সহিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী থেকে ফকিরের তকেয়া বাজারে যাচ্ছিল যাত্রীবাহী একটি ইজিবাইক। পথে মাঝাপাড়া এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বিআরটিসির যাত্রীবাহী একটি বাস ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মর্জিনার মৃত্যু হয় এবং আহত হন তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেন।
ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালানো হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।