× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আনোয়ারায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

চট্টগ্রাম ব্যুরোঃ

০৩ ডিসেম্বর ২০২৫, ২০:৩৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর উপজেলার শোলকাটা চুরুতবিবি জামে মসজিদে এ মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিন চৌধুরী। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা সদস্য ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন, শহিদুল্লাহ ফরহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন ও ইমন শাহ।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন—২নং বারশত ইউনিয়নের আহ্বায়ক মো. মালেক; ৪নং ইউনিয়নের আহ্বায়ক মনিরুদ্দীন চৌধুরী সিন্টু ও সদস্য সচিব গিয়াস উদ্দিন; ৫নং বরুমচড়া ইউনিয়নের সদস্য সচিব মামুন ও যুগ্ম আহ্বায়ক সোহেল আলী; ৬নং বারখাইন ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ হেলাল ও সদস্য সচিব আব্বাস; ৯নং পৈরৈকোড়া ইউনিয়নের সদস্য সচিব মো. সাদ্দাম; ১১নং জুঁইদন্ডী ইউনিয়নের আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব এমরান ও যুগ্ম আহ্বায়ক বোরহান-জয়নাল।

মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। বক্তারা বলেন, “বেগম জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য প্রতীক। তাঁর সুস্থতা জাতির কাম্য।”

দোয়া শেষে দেশের শান্তি, স্থিতিশীলতা, রাজনৈতিক সহনশীলতা এবং বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মঙ্গল কামনা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.