সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির উদ্যোগে ব্যাংক, বীমা, এনজিও, ডায়াগনস্টিক সেন্টার, শোরুম ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ১১টায় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ শিক্ষক নজির আহমদ।
সমিতির সভাপতি মোঃ নাসির উদ্দিন ভূইঁয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন রফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কমিটির দায়িত্বশীল নেতা, ব্যাংক ও বীমা, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন— বাজারের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, গ্রাহক সেবার মান উন্নয়ন এবং বখাটে মুক্ত বাজার নিশ্চিত করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
এসময় বাজারের প্রতিটি মার্কেটের সামনে সিসি ক্যামেরা স্থাপন, ব্যাংক গ্রাহকদের অর্থ লেনদেনে নিরাপত্তা নিশ্চিত, ক্রেতা-গ্রাহকের স্বাচ্ছন্দ্যে বাজারে যাতায়াত ব্যবস্থা উন্নত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় সকল সদস্যকে নিয়মিত চাঁদা প্রদান এবং বড় প্রতিষ্ঠানগুলোর চাঁদার পরিমাণ বাড়ানোর প্রস্তাব উঠে আসে।
বাজারকে আধুনিক, নিরাপদ ও সেবামুখী করতে সমন্বিত উদ্যোগ গ্রহণে সকল অংশগ্রহণকারীরা সম্মত হন।