× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:২০ পিএম

রামপাল সদর ইউনিয়ন পরিষদের হলরুমে বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় নাগরিক ফোরামের দ্বিতীয় ত্রৈমাসিক সভা এবং আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নাগরিক ফোরাম সভাপতি মোতাহার হোসেন মল্লিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী ফারজানা মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সচিব সুশীল চন্দ্র দাস, ইউপি সদস্য জিয়াউর রহমান, মনোজিত কুমার মুখার্জী ও রোজিনা বেগম প্রমুখ।

বক্তারা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারের ১২৫ ধরনের সেবা সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) নাগরিক ভাতার আবেদনের সময়সীমা ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানানো হয়।

সভা শেষে ফোরামের সদস্যরা উপস্থিত ১৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে শুভেচ্ছা জানান এবং 'প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি' এই প্রতিপাদ্যে মানববন্ধনে অংশ নেন।
অংশগ্রহণকারীরা বলেন, পরিবার ও সমাজ যত বেশি সচেতন হবে, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা ততই নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে পারবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.