× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাতের আঁধারে কবরস্থানে কঙ্কাল চুরি, আতঙ্কে স্থানীয়রা

মানিকগঞ্জ প্রতিনিধি।

০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:০১ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানকোড়া গ্রামের দুই কিশোর রাকীব হোসেন (১৩) ও মাসুদ রানা (১৪) রাতে কবরস্থানের পাশের পেয়ারা গাছ থেকে পেয়ারা তুলতে গিয়ে প্রথমে একটি কবর খোড়া দেখতে পায়। পরে তারা আরও কয়েকটি কবর উন্মুক্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় মাদরাসা শিক্ষকদের জানান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে কবরগুলোর ভেতর থেকে কঙ্কাল উধাও হতে দেখেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন বলেন, “পাঁচটি কঙ্কাল চুরির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর ধারণা, কোনো সংঘবদ্ধ চক্র এ কাজের সঙ্গে জড়িত থাকতে পারে। তবে কী উদ্দেশ্যে কঙ্কালগুলো চুরি করা হয়েছে—তা এখনো পরিষ্কার নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রহস্য ঘনীভূত হয়েই আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.