× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।

০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৪ পিএম

কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট (সকল) ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ’-এর জেলা শাখা।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে নিজ নিজ কর্মস্থলে কর্মবিরতি দিয়ে তারা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মবিরতির ফলে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে পৌঁছায়। বিশেষ করে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকায় অনেকেই বিপাকে পড়েন। পাশাপাশি ফ্রি ওষুধ নিতে আসা অসহায় রোগীদেরও ভিড় লক্ষ্য করা যায়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট হাফিজুর রহমান, আরিফুল ইসলাম আরিফ, এরশাদ আলী, রোকনুজ্জামান সরকার রোকন, পরিবার পরিকল্পনার ফার্মাসিস্ট রাসেল অভি, ফার্মাসিস্ট আসাদুজ্জামান শামীম, মমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সমশিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদদের মতো ১০ম গ্রেডে উন্নীত করা হয়নি তাদের। তাদের অভিযোগ, বারবার কাগজ যাচাই-বাছাই ও দাপ্তরিক জটিলতার কারণে ন্যায্য দাবিটি বছরের পর বছর আটকে আছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, আজ অর্ধদিবস কর্মবিরতি চলছে; দাবিতে অগ্রগতি না হলে আগামীকাল থেকে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।

এদিকে উলিপুর থেকে শিশু সন্তানের চিকিৎসা নিতে আসা আব্দুস সাত্তার বলেন, “সকালে এসে ডাক্তারের সাক্ষাৎ পেয়েছি। ডাক্তার আমার শিশুর রক্ত ও সর্দিসহ কয়েকটি পরীক্ষা দিয়েছেন। কিন্তু পরীক্ষা করাতে এসে দেখি কর্মবিরতি চলছে। আমি গরিব মানুষ, বাইরে পরীক্ষা করাতে গেলে অনেক খরচ পড়ে। তাদের দাবি যদি ন্যায্য হয়ে থাকে, সরকার দ্রুত মেনে নিক। তারা কাজে ফিরলে আমাদের মতো গরিব রোগীদের ভোগান্তিও কমবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.