চার খলিফা খ্যাত বিগত ফ্যাসিবাদ শাসনামলে মৌলভীবাজারের বিতর্কিত চার আওয়ামীলীগ নেতার মনুনদীর প্রতিরক্ষাবাঁধ নির্মাণে ৯৯৬ কোটি টাকার প্রকল্পে হরিলুট হয়েছে উল্লেখ করে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান বলেছেন, এখানে চারটা খলিফা ছিল, ভুয়া এমপি,ভুয়া মেয়র, ভুয়া উপজেলা চেয়ারম্যান আর ভুয়া জেলা পরিষদ চেয়ারম্যান। এই চার খলিফা মৌলভীবাজারে যত উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছিল,কোন একটা খলিফাতো একটা প্রকল্পের একক অংশিদার, আবার বড় প্রকল্প যেমন ৯৯৬ কোটির প্রকল্পে আবার চারজনই অংশিদার।
‘২৬ এর নির্বাচন‘ শীর্ষক স্যাটেলাইট চ্যানেল স্টার নিউজের উন্মোক্ত টকশো‘র ৩৬তম পর্বে অংশ নিয়ে মৌলভীবাজার-৩ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এই মন্তব্য করেন। এসময় উপস্থাপক ফারাবি হাফিজ প্রকল্পের বন্টন নিয়ে বলেন, বন্টন হয় যখন বিল পায় তার পরে। এর উত্তরের নাসের রহমান বলেন, না না অনেক সময় ঠিকাদারকে খলিফাদের আগেই টাকা দিতে হয়। ফিফটি পার্সেন্ট টাকাতো আগে দিতেই হতো। এই প্রকল্পের কাজ পেয়েছে ঢাকার ঠিকাদার তবে ভাগ পেতেন এই চার খলিফা।
গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৩ টায় মৌলভীবাজার সদরের গিয়াসনগর ইউনিয়নের পাহাড়-টিলা ঘেরা মৌলভী চাবাগানে ‘২৬ এর নির্বাচন‘ শীর্ষক উন্মোক্ত টকশো‘র আয়োজন করে নতুন সম্প্রচারে আসা গণমাধ্যম স্টার নিউজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান ও একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মো: আব্দুল মান্নান ও মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব। আসন্ন নির্বাচন কেন্দ্রিক ওই টকশোর মূল বিষয় ছিলো, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সমস্যা-সম্ভাবনার সাথে ভোটারদের প্রত্যাশা।
অনুষ্ঠানে সঞ্চালক ফারাবি হাফিজের বিভিন্ন প্রশ্নের জবাবে নাসের রহমান বলেন, মৌলভীবাজার সরকারি কলেজকে ইউনিভার্সিটিতে রূপান্তরের জন্য কাজ করব। রেলওয়ের ঢাকা-সিলেট রুটে শ্রীমঙ্গলের জন্য টিকিট পাওয়া যায়না। সামান্য টিকিট পাওয়া গেলেও সেগুলো কালোবাজারী নিয়ে যাচ্ছে। আমরা ঢাকা থেকে শুধুমাত্র শ্রীমঙ্গলের জন্য ট্রেন চালু করব। যেহেতু এটা ট্যুরিষ্ট এরিয়া,ট্যুারিষ্টরা এখানে আসে। এজন্য আমরা ঢাকা-শ্রীমঙ্গল ট্রেন চালু করব যাতে মৌলভীবাজারের মানুষ উপকৃত হন এবং পর্যটকরাও উপকৃত হন। এই মৌলভীবাজারের জনপদে, বিশেষ করে মৌলভীবাজার-রাজনগরে এই যে রাস্তাঘাটগুলো সমস্ত বিনষ্ট হয়েগেছে এ বিষয়টা মেইন প্রায়োরিটি থাকবে। কারণ জনগণের প্রত্যাশা হলো, রাস্তা-ঘাট,স্বাস্থ্য ,স্কুল-কলেজ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ।
মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ নিয়ে এক প্রশ্নের জবাবে নাসের রহমান বলেন, মেডিকেল কলেজের আগে আমাদের যেটা আছে সেটাকে ঠিক করতে হবে। মেডিকেল কলেজে পড়ে আমাদের লাভটা কী প্রশ্ন রেখে তিনি বলেন, মেডিকেল কলেজে পড়তে আসবে মৌলভীবাজার-সিলেটের বাহিরের লোক। বরং আমরা মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালকে ৪০০ বেডে উন্নীত করব। আমরা ডাক্তার ও ইকুপমেন্ট বাড়াতে চাই। আমাদের চিকিৎসা দরকার,মেডিকেল কলেজের তো দরকার নেই,আমরা চিকিৎসার ব্যবস্থা করব।
অনুষ্ঠান চলাকালে বেশ কয়েকজন বিএনপি সমর্থকদের প্রশ্নের মুখে পড়েন মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল মান্নান। আসন্ন ২৬ এর নির্বাচনে নিজেদের জনসমর্থন নিয়ে বিএনপি প্রার্থী এম নাসের রহমানের সাথে তর্কেও জরান তিনি। এসময় দুই দলের সমর্থকদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হলে উপস্থাপক কৌশলে পরিবেশ শান্ত করেন।
অনুষ্ঠানে এক দর্শকের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী মো: আব্দুল মান্নান বলেন, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ একসাথে মহকুমা থেকে জেলা হয়েছে। এসব জেলায় মেডিকেল কলেজ হয়েছে। আমাদের মৌলভীবাজারে মেডিকেল কলেজ নেই। এখানে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ও এগ্রিকালচারাল কলেজের প্রয়োজন রয়েছে। সম্প্রতি জামায়াতকে ভোট দেয়া নিয়ে হেফাজতে ইসলামের আমীর এর মন্তব্য বিষয়ে ফারাবি হাফিজ দর্শকের প্রশ্নের ভিত্তিতে জানতে চাইলে মো: আব্দুল মান্নান বলেন, হেফাজতের নায়েবে আমীর মাওলানা মামুনুল হক তো আমাদের সাথে জোটে রয়েছেন, সুতরাং হেফাজত আমীরের ওই মন্তব্য ভিত্তিহীন। এসময় দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেখেন আপনারা অধিকাংশ প্রশ্ন করছেন ফেসবুক থেকে, ফেসবুক তো অধিকাংশই ফেক।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
