বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার
রোগমুক্তি ও সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর
উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ মডেল হাই স্কুল মাঠে এবং সদর উপজেলার
বিএনপি কার্যালয়ে এ আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ
উপজেলা বিএনপি এবং সদর উপজেলা বিএনপি এই দোয়ার আয়োজন
করে।
শিবগঞ্জে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলির
সদস্য অধ্যাপক শাহজাহান মিয়া। দোয়া পরিচালনা করেন শিবগঞ্জ আল
জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ
মাওলানা মুফতি মোঃ তাজুল ইসলাম।
এ সময় শিবগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব আশরাফুল হক,
সদস্য সচিব তৌসিকুল আলম, পৌর বিএনপি আহবায়ক শফিকুল
ইসলাম, ওলামা দল সভাপতি মাওলানা মোঃ জাকারিয়াসহ স্থানীয়
নেতৃবৃন্দ।
অন্যদিকে সদর উপজেলায় আয়োজিত দোয়া মাহফিলের নেতৃত্ব দেন
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি
চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলির সদস্য হারুনুর রশিদ।
দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-
পেশার মানুষ উপস্থিত ছিলেন।