× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সালাহ উদ্দিন আহমদের সমর্থনে বিএনপির সমাবেশ

কক্সবাজার প্রতিনিধি

০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পিএম

দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে বিএনপি আয়োজিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে কক্সবাজার -২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মনোনয়ন দেওয়ার দাবীতে বিশাল সমাবেশ জনসমুদ্রে রূপ নেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহেশখালী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক  বলেন, দেশের জনগণ রাষ্ট্র সংস্কারের ৩১ দফাকে সমর্থন জানিয়ে ধানের শীষের প্রতীক হাতে “নির্বাচনের ট্রেনে” উঠেছে। যারা এই যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায় তারা অতীতে স্বাধীনতার বিরোধিতা করে ঘৃণিত দলে পরিণত হয়েছিল- এ মন্তব্য করে তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে মহেশখালী-কুতুবদিয়া অঞ্চলের বড় উন্নয়নগুলো বিএনপির শাসনামলেই বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, ২০০১-২০০৬ মেয়াদে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদের হাত ধরে দ্বীপ উপজেলা মহেশখালী মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি উন্নয়ন সংযোগে অগ্রগতি লাভ করে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ অঞ্চলের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবে -এ আশা প্রকাশ করেন আবু বক্কর ছিদ্দিক। 

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া এই দেশের কোটি মানুষের আবেগ ও ভালোবাসার নাম। তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালের নির্বাচনে বিজয়ের মাধ্যমে সাম্য ও মানবিক বাংলাদেশের পথচলা শুরু হবে।”

নেতাকর্মীদের প্রতি সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতা দেখিয়ে জনগণের পাশে থাকা এবং ঘরে ঘরে ধানের শীষে ভোট প্রার্থনার আহ্বান জানান তিনি।

সমাবেশটি কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান চৌধুরী সভাপতিত্বে, কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সাধার সম্পাদক নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল এসে মাঠ পূর্ণ করে। মাগরিবের আগেই পুরো মাঠসহ আশপাশের এলাকা জনস্রোতে পরিপূর্ণ হয়ে নির্বাচনী জনসমাবেশের রূপ নেয়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হোয়ানক ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান এনামুল করিম চৌধুরী। 

মহেশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডাক্তার আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সরওয়ার রানা, মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক আরিফুল কাদের চৌধুরী,  বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছাবের হোসাইন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। ধারাবাহিক মিছিল আর স্বতঃস্ফূর্ত উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে উৎসাহের সঞ্চার করেছে।

তিনি বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে আগামী নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করে জামায়াতের প্রার্থীকে পরাজিত করা হবে ইনশাআল্লাহ। বিএনপি জনগণের উন্নয়ন, উৎপাদন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে উল্লেখ করে, তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ২০২৬ সালের নির্বাচন বিজয়ের পথ সুগম করবে।

তিনি আরও জানান, সালাহ উদ্দিন আহমেদ বিএনপির মনোনয়ন পেলে মহেশখালীর মেগা প্রকল্প - গভীর সমুদ্রবন্দর, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন কাজে স্থানীয়দের মেধা ও যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে।

সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গসংগঠনের অর্ধশত নেতারা বক্তব্য রাখেন। বিকেল থেকে শুরু হওয়া সমাবেশে বিভিন্ন ওয়ার্ডের প্রায় ১৫ হাজারো নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ মিছিল নিয়ে অংশ নেন। মাগরিবের আগেই কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়ে সমাবেশটি একটি বিশাল নির্বাচনি জনসভায় রূপ নেয়।

সমাবেশ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চেয়ে মোনাজাত করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.