ফেনীর দাগনভূঞা উপজেলার বেকেরবাজারে সানরাইজ ইনস্টিটিউটে সেরা মা সম্মাননা পেলেন ১০ নারী।একই অনুষ্ঠানে ২৭জন শিক্ষার্থীকেও মেধা বৃত্তি প্রদান করা হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডা. মলয় কান্তি চক্রবর্তী।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল।
সহকারী শিক্ষক মো.আবুল মনসুরের পরিচালনায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আবিদ উল্লাহ মজুমদার,বেকেরবাজার কমিটির সভাপতি জহিরুল কাইয়ুম রাহাত, অভিভাবক রুহুল আমিন মাস্টার ও পপি রানী দাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মলয় কান্তি চক্রবর্তী বলেন, “ সন্তানদের আপনারা শৃঙ্খলায় রাখুন। সন্তানদের শুধু জিপিএ ৫ পেলে হবে না,তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আর মোবাইলের ব্যবহার বাড়ছে। মোবাইলের ভালো দিক খারাপ দিক দুইটাই আছে। আমাদের খারাপ দিকটা পরিহার করতে হবে। আর মোবাইলে কেন খেলতে হবে। আমি বলবো মোবাইলে খেলাধুলা না করে আপনার সন্তান যেন মাঠে খেলাধুলা করে। এগুলো আপনাদের দেখতে হবে। সন্তানের যত্ন নিতে হবে। আর ছেলে-মেয়েদের বলবো, সকাল সকাল ঘুম থেকে উঠবে। প্রয়োজনে রাতে দ্রুত ঘুৃমাবে। সকালে উঠে পড়াশোনা করতে হবে। নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে।”