× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীর ‎পরশুরামে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

০২ ডিসেম্বর ২০২৫, ১৯:০৭ পিএম

‎ফেনীর পরশুরামে বিসমিল্লাহ ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের অভিযানে একই সময়ে ফসলি জমির টপ সয়েল দিয়ে ইট তৈরি করায় সততা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

‎মঙ্গলবার (২ নভেম্বর) উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাফায়াত আকতার নুরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ফেনী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সংযুক্তা সাহা।
‎প্রশাসন জানায়,অবৈধ ইটভাটা তৈরি করে ইট পুড়িয়ে বিক্রি করায় বক্সমাহমুদের মোহাম্মদপুরে এক্সেভেটর দিয়ে বিসমিল্লাহ ব্রিক ফিল্ডের চিমনি গুড়িয়ে দেয়া হয়েছে। একই সাথে কাপ্তান বাজারে সততা ব্রিক ফিল্ডে কৃষি জমির টপসয়েল দিয়ে ইট তৈরি করায় ম্যানেজার গোপাল চন্দ্র সরকারকে(৫৭) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহায়তা করেন র‍্যাব,পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
‎নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাফায়াত আকতার নুর জানান, অবৈধ ও নিয়ম না মেনে ইটভাটা পরিচালনা করায় এ অভিযান পরিচালনা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.