ফেনীর পরশুরামে বিসমিল্লাহ ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের অভিযানে একই সময়ে ফসলি জমির টপ সয়েল দিয়ে ইট তৈরি করায় সততা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২ নভেম্বর) উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাফায়াত আকতার নুরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ফেনী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সংযুক্তা সাহা।
প্রশাসন জানায়,অবৈধ ইটভাটা তৈরি করে ইট পুড়িয়ে বিক্রি করায় বক্সমাহমুদের মোহাম্মদপুরে এক্সেভেটর দিয়ে বিসমিল্লাহ ব্রিক ফিল্ডের চিমনি গুড়িয়ে দেয়া হয়েছে। একই সাথে কাপ্তান বাজারে সততা ব্রিক ফিল্ডে কৃষি জমির টপসয়েল দিয়ে ইট তৈরি করায় ম্যানেজার গোপাল চন্দ্র সরকারকে(৫৭) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহায়তা করেন র্যাব,পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাফায়াত আকতার নুর জানান, অবৈধ ও নিয়ম না মেনে ইটভাটা পরিচালনা করায় এ অভিযান পরিচালনা করা হয়।