× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমায় নবাগত ইউএনও’র যোগদান উপলক্ষে স্বাগত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উবাসিং মারমা, রুমা প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০২৫, ১৯:০৪ পিএম

বান্দরবানের রুমা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ এমদাদুল হক শরীফ এর যোগদান উপলক্ষ্যে এক স্বাগত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রুমা উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত ইউএনও মোঃ এমদাদুল হক শরীফ বলেন,রুমা একটি সম্ভাবনাময় ও বৈচিত্র্যময় উপজেলা। সরকার ঘোষিত উন্নয়ন লক্ষ্য ও জনসম্পৃক্ত সেবাকে এগিয়ে নিতে সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য। দায়িত্ব পালনে আমি সর্বদা স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদ্য পদায়নপ্রাপ্ত সিরাজগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী। বিদায়ী ইউএনও তাঁর বক্তব্যে বলেন,রুমায় দায়িত্ব পালন ছিল আমার জন্য বড় অভিজ্ঞতা। এখানকার মানুষ আন্তরিক, সহযোগিতাপূর্ণ এবং উন্নয়নমুখী। আশা করি নবাগত ইউএনও রুমার চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন—মেডিকেল অফিসার, রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. পাপিয়া দাস, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা সুকান্ত চন্দ্র দেব,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,আল হাসির গজনফর আলী (গুঞ্জন),চেয়ারম্যান, ৩নং রেমাক্রী প্রাংসা ইউনিয়ন জিরা বম,চেয়ারম্যান ৪নং গ্যালেঙ্গা ইউনিয়ন পরিষদ মেনরত ম্রো,অন্যান্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

বক্তারা নবাগত ইউএনও-কে রুমায় স্বাগত জানিয়ে তাঁকে সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন। পাশাপাশি রুমার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং জনসেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন।

সভা শেষে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং রুমা উপজেলার উন্নয়ন যাত্রায় সকলের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.