চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহীর উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
গত ২ ডিসেম্বর, সোমবার বিকেলে সাতকানিয়া উপজেলার বাজালিয়া নাজমুল উলুম মাদ্রাসা মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে শফিকুল ইসলাম রাহী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতা নন; তিনি এই দেশের মানুষের ভালোবাসার প্রতীক, ত্যাগের প্রতীক, সংগ্রামের প্রতীক। তিনি আরো বলেন, উপমহাদেশের অগ্নিকন্যা ও আপোসহীন দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশের মানুষ আজ গভীর উদ্বেগ ও আবেগে একত্রিত। তিনি বলেন, “নেত্রীর বর্তমান অবস্থায় দেশের প্রতিটি মানুষ ব্যথিত। তাঁর সুস্থতার জন্য সবাই চোখের অশ্রু ফেলছে।
রাহী বলেন, বেগম খালেদা জিয়ার এ অবস্থার জন্য “স্বৈরাচারী শেখ হাসিনা দায়ী। তাঁকে মিথ্যা মামলায় কারাগারে রেখে বছরের পর বছর নির্যাতন চালানো হয়েছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষার সংগ্রামে বারবার নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে লড়াই করেছেন। দেশের স্বার্থে পুরো জীবন বিসর্জন দেওয়া একজন নেত্রী হিসেবে তিনি ইতোমধ্যেই মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন।
রাহী আরও বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের শক্তির মূল বীজ বপন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর আত্মত্যাগ মানুষের বিবেককে জাগ্রত করেছে, স্বৈরাচার ও অপশক্তির বিরুদ্ধে দাঁড়াবার সাহস যুগিয়েছে। দেশের মানুষ মনে প্রাণে বিশ্বাস করে—বেগম খালেদা জিয়ার মতো নেতৃত্ব এই দেশে দ্বিতীয়বার জন্ম নেবে না।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন শফিকুল ইসলাম রাহী। তিনি বলেন, “বাংলাদেশের অভিভাবক হিসেবে এ সংকটময় সময়ে তাঁর সুস্থ হয়ে ফিরে আসা জাতির প্রত্যাশা। দেশের মানুষ মুখিয়ে আছে তাঁকে আবার সুস্থভাবে দেখতে। সবাই আশা করছে, তিনি দ্রুত সুস্থ হয়ে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেবেন।”
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী, শামসুল ইসলাম বাবলু মেম্বার, হাজী ওসমান চৌধুরী, নুর মোহাম্মদ নুরু, নজরুল ইসলাম, আলমগীর সাকিব, ফৌজুল কবির রুবেল, আতিকুর রহমান, মোহাম্মদ ফারুক, আবু ছৈয়দ, মোহাম্মদ মোস্তাক, ইলিয়াছ ছাকী, মোহাম্মদ মমতাজ, রাশেদুল ইসলাম, মনির আহমদ, ওবাইদুল হক, নুরুল আবছার, আনোয়ার, ফারুক সওদাগর, আবদুল মালেক, তৌহিদ, জয়নাল আবেদিন মানিক, হাসিব, পারভেজ পাপ্পুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।