সীতাকুন্ডের জাতীয় তীর্থ চন্দ্রনাথ ধামের শ্রী শ্রী রাধা-গিরিধারী জগন্নাথ জিউ মন্দিরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় একটি বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন মন্দিরের অধ্যক্ষ নিত্যানন্দ প্রভু, উপজেলা পূজা কমিটির সভাপতি অমলেন্দু কনক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য মিঠুন বৈষ্ণব, উপজেলা পুজা কমিটির সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, পৌরসভা পূজা কমিটির সভাপতি সুজন মল্লিক, পৌরসভা পূজা কমিটির সাধারণ সম্পাদক পাবন কৃষ্ণ দাশ, সহ-সভাপতি ঝুলন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহন পাল, সৌরভ সূত্রধর, শ্রীজন কর্মকার, বিজয় দাশ, রাজু দাশ, প্রশান্ত দাশ, উৎসব দাশ, অজয় দাশসহ আরও অসংখ্য ভক্তবৃন্দ।
প্রার্থনা সভায় উপস্থিত সকলেই একত্রে পরম করুণাময়ের শ্রীচরণে হাত জোড় করে প্রার্থনা করেন:
"হে ভগবান,
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল দুঃসহ ব্যাধি নাশ করে তাঁকে সুস্থ জীবন দান করুন।
তাঁর প্রতি আপনার অনুগ্রহ, আশীর্বাদ ও আলো বর্ষিত হোক—তিনি যেন আবারও শক্তি, সাহস ও সুস্থতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারেন।"