× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংগাইরে শারফিন হত্যার আসামি গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, উত্তাল বিক্ষোভ–মানববন্ধন

মাহমুদুল হাসান, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

০২ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৪ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ড নগর মোল্লাপাড়া গ্রামের শারফিন মোল্লা হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় উলাইল চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।


মানববন্ধন শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুরের সভাপতিত্বে এবং দলিল লেখক আইয়ুব মোল্লার পরিচালনায় বক্তব্য দেন নিহতের ছেলে মোশারফ হোসেন মোল্লা, ভাতিজা সাইফুল ইসলাম, হাফিজুল ইসলামসহ স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান, মহর আলী মোল্লা, সায়েদ মোল্লা ও আলী সাহেব মোল্লা প্রমুখ।

এর আগে নিহত শারফিন মোল্লার বাড়ি থেকে ফেস্টুন ও ব্যানার নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি হত্যাকাণ্ডের ঘটনাস্থল ঘুরে এসে মানববন্ধনে একত্রিত হয়। বক্তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ বিষয়ে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, “শারফিন হত্যা মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”

প্রসঙ্গত, গত ২২ নভেম্বর সন্ধ্যায় মৃত সাইজুদ্দিন মোল্লার ছেলে শারফিন মোল্লা চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজ্জাকের দোকানে চা পান শেষে বাড়ি ফেরার পথে কোরবান আলীর বাড়ির সামনে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তদের হামলার শিকার হন। এলোপাতাড়ি কোপে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের ছেলে মোশারফ মোল্লা বাদী হয়ে বহিষ্কৃত ইউনিয়ন ছাত্রদল নেতা রউফুল মুন্সীসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩–৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.