× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জেলা জজ হিসেবে পদোন্নতি পেলেন সীতাকুণ্ডের কৃতি সন্তান মোঃ নোমান মঈন উদ্দীন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

০২ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৩ পিএম

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ নোমান মঈন উদ্দীন–কে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদানপূর্বক খাগড়াছড়ি জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ করা হয়েছে। পদোন্নতির পর তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিজ্ঞ জেলা জজ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।


উল্লেখ্য, মোঃ নোমান মঈন উদ্দীন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের স্বনামধন্য আইনজীবী এডভোকেট জয়নাল আবেদীনের বড় ছেলে। দীর্ঘদিন ধরে সততা, কর্মনিষ্ঠা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে তিনি বিচারাঙ্গনে সুনাম ও মর্যাদা অর্জন করেছেন।

তাঁর এ পদোন্নতিতে জন্মস্থান সীতাকুণ্ডসহ পুরো এলাকায় পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও অভিনন্দনের জোয়ার বইছে।

ন্যায়বিচারের ধারাবাহিকতায় তাঁর এই অগ্রযাত্রাকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে যে তিনি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.