চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব সৈয়দপুর গ্রামে দুটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন সম্পন্ন হয়েছে। স্থানীয়দের বহুদিনের দাবি পূরণ করে আশু টেন্ডল বাড়ী সড়কের আরসিসি ঢালাই এবং পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের ইটসলিং কাজ শেষ হওয়ায় স্থানীয়রা স্বস্থি প্রকাশ করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে—
– আশু টেন্ডল বাড়ী সড়কের একশত ফুট (অংশ) আরসিসি দ্বারা স্থায়ীভাবে ঢালাই সম্পন্ন করা হয়েছে।
– পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কটি মানসম্মত ইট ও বালু দ্বারা সলিং কাজ সম্পন্ন হয়েছে।
– সংশ্লিষ্ট প্রকৌশলী, ইউপি সচিব ও স্থানীয় নেতৃত্বের তত্ত্বাবধানে নির্ধারিত সময়ের মধ্যেই সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন হয় এবং কাজের গুণগতমান নিয়ে স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বর্ষাকাল এলেই সড়কদুটিতে তৈরি হতো পানি ও কাদার স্তর। পথচারীদের পাশাপাশি স্কুলগামী শিক্ষক, শিশু–কিশোর, রোগী, কৃষক এবং ব্যস্ত সময়ের কর্মজীবীদের জন্য চলাচল হয়ে উঠত চরম দুর্বিষহ।
একজন স্কুলশিক্ষক বলেন—
“বাচ্চাদের স্কুলে আসা–যাওয়া খুবই কষ্টকর ছিল। বিশেষ করে বর্ষায় রাস্তা প্রায় অচল হয়ে যেত। এখন সড়ক উন্নয়ন হওয়ার কারণে সবাই আনন্দকরে স্বস্তিতে আসা–যাওয়া করছে।”
এলাকাবাসী জানান, উন্নয়ন কাজটি বাস্তবায়নে ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে তদারকি করেছেন। তারা কাজের মান ও অগ্রগতি দেখভাল করেছেন, এজন্য স্থানীয়রা কৃতজ্ঞতা জানান।
স্থানীয় প্রবীণ এক ব্যক্তি বলেন—
“আমরা বহুদিন এসব রাস্তা উন্নয়নের অপেক্ষায় ছিলাম। নেতৃবৃন্দ যে আন্তরিকতার সঙ্গে কাজটি সম্পন্ন করিয়েছেন, তাতে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে।”
সড়ক দুটির উন্নয়ন কার্যক্রমের ফলে—
– শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে,
– জরুরি সেবার গাড়ি দ্রুত পৌঁছানো সম্ভব হবে,
– স্থানীয়দের দৈনন্দিন চলাচল স্বস্তিদায়ক হবে।
স্থানীয়দের আশা, এই উন্নয়নটি চলমান উন্নয়ন অগ্রযাত্রার একটি অংশ মাত্র। ভবিষ্যতেও যেন বাকি অপরিদৃষ্ট সড়কগুলো দ্রুত সংস্কার করা হয়।