ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মো: শফিকুল ইসলাম।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, পুলিশ ও সাংবাদিক উভয়ই সব সময় দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করে। আগামী দিনগুলোতে ফেনীবাসীকে যেন সকলের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা দিতে পারি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেন ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে-সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই।
তিনি আরও বলেন, পুলিশ সেবা পেতে হলে কোনো পুলিশকে ঘুষ দিতে হলে বা কেউ ঘুষ চাইলে তা আমাকে অবহিত করবেন,আমি ব্যবস্থা নিবো।
এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সাইদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু: সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমসহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এতে ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন