× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, দুই মাস পর মিলল কঙ্কাল

সাভার প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০২৫, ১৩:৩১ পিএম

সাভারের বিরুলিয়ায় ঝাউবন থেকে দুই মাস আগে নিখোঁজ হওয়া এক অটোচালকের কঙ্কাল উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। 

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে আমিন মোহাম্মদ মডেল টাউনের পাশের সাইপাড়া এলাকার ঝাউবন থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে আশুলিয়ার নয়াপাড়া এলাকার শামীমের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন অটোচালক মিলন হোসেন (১৫)। পরে নিখোঁজের ঘটনায় মিলনের মা জোসনা বেগম গত ১৮ অক্টোবর আশুলিয়া থানায় সুমন নামে এক ব্যাক্তিকে (২৫) আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়, ঘটনার দিন দুপুরে আসামি সুমন মোবাইল ফোনে কল করে মিলনকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই মিলন ও তার অটোরিকশা নিখোঁজ ছিল।

কঙ্কাল উদ্ধারের পরই আশুলিয়া থানা পুলিশ মামলার আসামি সুমন মিয়াকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওহাব মিয়া জানান, “বিরুলিয়ায় ঝাউবন এলাকা থেকে মিলনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালটি মময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.