× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমার রাস্তা

বাজেট-টেন্ডার শেষ, ওয়ার্ক অর্ডারও হয়েছে; তবুও কাজ শুরু হয়নি

উবাসিং মারমা, রুমা (বান্দরবান)

০২ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পিএম । আপডেটঃ ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পিএম

বান্দরবানের রুমা উপজেলার ১ নম্বর পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যান পাড়ায় যাওয়ার সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে থাকায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ২০২৩-২০২৪ অর্থবছরে এই সড়কের সংস্কার কাজের বাজেট, টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার (ওয়াকার শিট) সব সম্পন্ন হওয়ার পরও মাঠপর্যায়ে কাজ শুরু হয়নি। এল জি ই ডি অফিসের তথ্য অনুসারে ২০২৩-২০২৪ অর্থ বছরের, পাইন্দু হেডম্যান পাড়া দুই কিলো ৩৫০ মিটার এবং বগালেক টু বগামুখ পাড়া পর্যন্ত  দেড় কিলো রাস্তায় কাজের একই অর্থ বছরে দুইটি রাস্তা কাজ একই ঠিকাদার।

রাস্তাটি পাইন্দু হেডম্যান পাড়া ছাড়াও আশপাশের কয়েকটি গ্রামবাসীর একমাত্র যোগাযোগ পথ। বর্ষায় কাদা-পানির স্রোতে পুরো রাস্তা ডুবে যায়; শুকনো মৌসুমে ধুলো, ভাঙা কাঠামো ও অসংখ্য গর্তে হাঁটা ও যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ - বাজেট হলো, টেন্ডার হলো, ওয়ার্ক অর্ডারও ১০ এপ্রিল ২০২৫ তারিখে দেওয়া হলো - কিন্তু রাস্তায় কোনো কাজই দেখা যাচ্ছে না। বর্ষা এলেই পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বছরের পর বছর প্রতিশ্রুতি শুনছি, কিন্তু বাস্তবে উন্নয়ন নেই গ্রামে স্কুল রয়েছে যাতায়াতের শিক্ষকগুলো মাঝেমধ্যে গল্প গুজবে শুনি আমরা রাস্তা দিয়ে বেহাল অবস্থা যাতায়াতের কষ্ট  কথাগুলো কবে এই হয়রানি থেকে মুক্তি পাব জানি না।

বগামুখ পাড়া স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শৈহ্লাচিং মারমা তিনি জানান বগামুখ পাড়া রাস্তাটি হবে বলে শুনেছি কিন্তু রাস্তা কাজ এখনো শুরু করিনি। গ্রামবাসী এবং শিক্ষকরা গ্রামে পৌঁছতে ২ ঘণ্টার মত লাগে সময় তাও আবার পায়ে হেতে,  রাস্তাটি করা হলে সময়মত পৌঁছাতে পারব এই গ্রামে মানুষরা চিকিৎসা সেবা কৃষি কাজে আধুনিক ছোঁয়া পাবে আশা করছেন তিনি। এই প্রকল্পের পাশাপাশি বগালেক-টু-বগামুখ সড়কের কাজও একই ঠিকাদারের অধীনে। দুইটি রাস্তারই কাজ এখনো বাস্তব অগ্রগতি পায়নি।

প্রকল্পের ঠিকাদার মায়াধন চাকমা (লাইসেন্সধারী: ঘাগড়া, কাউখালী, রাঙামাটি) বলেন, পাইন্দু হেডম্যান পাড়া সড়ক ও বগালেক-বগামুখ রোড-দুই প্রকল্পের টেন্ডার, বাজেট ও ওয়ার্ক অর্ডার সম্পন্ন হয়েছে। তবে আবহাওয়া এবং কিছু প্রশাসনিক জটিলতার কারণে কাজ শুরু করতে দেরি হচ্ছে। আমরা প্রস্তুতি নিচ্ছি, খুব শীগ্রই কাজ শুরু করব।

এলজিইডি বান্দরবানের সহকারী প্রকৌশলী পারভেজ জানান, পাইন্দু হেডম্যান পাড়া সড়ক আমাদের পরিকল্পনার আওতায় রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ও টেন্ডার সম্পন্ন হয়েছে এবং কাজের ওয়ার্ক অর্ডারও জারি হয়েছে। এখন মাঠপর্যায়ে বাস্তবায়নের প্রস্তুতি চলছে। খুব দ্রুত কাজ শুরুর জন্য আমরা তদারকি করছি যদি এ ডিসেম্বর মাসের মধ্যে কাজ যদি করা না হয় তাহলে টেন্ডারটি বাদ যাবে এবং জরিমানাও করা হবে বলে জানা যায়

সাধারণ মানুষের প্রশ্ন-কাগজে সব কাজ শেষ, কিন্তু রাস্তায় একফোঁটা কাজ নেই-এ কেমন উন্নয়ন?

তাদের দাবি, দীর্ঘদিনের অপেক্ষা যেন আর না বাড়ে। দ্রুত ও টেকসইভাবে এই সড়কটির উন্নয়ন কাজ শুরু করে হাজারো মানুষকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.