আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দীর্ঘ ১৪ বছর পর ধানের শীষের পক্ষে নিজ এলাকায় নির্বাচনী গণসংযোগে ফিরছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার ২ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ছয়দিনের নির্বাচনী গণসংযোগের সূচী প্রকাশ করেছেন সালাহউদ্দিন আহমদ এর প্রেস সচিব ছফওয়ানুল করিম। নির্বাচনী গণসংযোগ সফল করার লক্ষ্যে ইতোমধ্যে চকরিয়া ও পেকুয়া উপজেলা এবং মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির উদ্যোগে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ ব্যাপারে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার ২ ডিসেম্বর হতে ৬ ডিসেম্বর পর্যন্ত চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রতিটি অলিগলি, গ্রাম-গঞ্জে, সরাসরি মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ। তিনি কেন্দ্রীয়ভাবে দলের সাংগঠনিক কাজে ব্যস্ত থাকার কারণে মাঝে মধ্যে নিজ গ্রামে আসলেও নির্বাচনকে কেন্দ্রকরে নিজ দলীয় মনোনয়ন পাওয়ার পর এটিই প্রথম সালাহউদ্দিন আহমদের নির্বাচন কেন্দ্রীক সফর।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশ নিতে সালাহউদ্দিন আহমদ আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে সকাল ১১টায় পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে নির্বাচনী এলাকা চকরিয়ায় পৌঁছালে উপজেলার খুটাখালী, মালুমঘাট ও ডুলাহাজারা ইউনিয়নে ধারাবাহিকভাবে গণসংযোগে অংশ নেবেন।
একইদিন বিকাল ৩টায় ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল পথসভায় বক্তব্য রাখবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কুতুবউদ্দিন।
সালাহউদ্দিন আহমেদ এর প্রেস সচিব সাংবাদিক মো. ছফওয়ানুল করিম বলেন, এটি কেবল নির্বাচন কেন্দ্রীক সফর। এ সফরকালে তিনি প্রায় এক সপ্তাহ নাগাদ নিজ বাড়িতে অবস্থান করবেন। এরপর পর্যায়ক্রমে চকরিয়া-পেকুয়ার প্রতিটি ওয়ার্ডে গিয়ে মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার খোঁজ নেবেন।
এদিকে সালাহউদ্দিন আহমদের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া এবং সাধারণ সম্পাদক এম.মোবারক আলী একইসঙ্গে ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় গণসংযোগের জন্য এলাকা নির্ধারণ ও সার্বিক বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করেছেন।
একইভাবে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী ও সাধারণ সম্পাদক হেফাজেতুর রহমান চৌধুরী টিপু এবং পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ ও সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন ইতিমধ্যেই প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করে গণসংযোগ কর্মসূচি সফল করার প্রস্তুতি সম্পন্ন করেছেন।
নেতাকর্মীরা বলেন, প্রায় ১৪ বছর পর নিজের গ্রামে ফিরে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ করছেন সালাহউদ্দিন আহমেদ। এটি আমাদের নেতা-কর্মীদের জন্য বড় প্রেরণা। আমরা চাই প্রতিটি ওয়ার্ডে তার গণসংযোগ সফল হোক।
বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, এই সফর স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে এবং দলের কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী সফর ঘিরে ইতিমধ্যেই চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রতিটি জনপদ উৎসবমুখর হয়ে উঠেছেন, যেখানে সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা উভয়ই এই সফরের অপেক্ষায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
