× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দোহাজারীতে ফিল্মি স্টাইলে বসতবাড়িতে হামলা, নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটপাট

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

০১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারীতে জায়গা সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে নির্মাণাধীন ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ১ ডিসেম্বর দোহাজারী পৌরসভার খানবাড়ী এলাকার ঠান্ডা মিয়ার বাড়ীতে দীর্ঘদিনের বসতভিটার বিরোধকে কেন্দ্র করে নির্মাণাধীন পাকা ঘর সহ আশেপাশের  বসতঘর ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা।  জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী দোহাজারী পৌরসভার আমীর মাওলানা এম জমির আদনান এর নির্মাণাধীন ঘর এবং পাশের আরও দুইটি বাড়িতে প্রতিপক্ষরা ৫০-৬০জনের বহিরাগত সশস্ত্র মুখোশধারী সন্ত্রাসীরা সোমবার সকাল ৭টার দিকে এ হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ সহ গ্র‍্যাইন্ডার মেশিন দিয়ে নির্মাণাধীন পাকা ঘরের লোহার রট কেটে দেয়। এ সময় বাঁধা দিতে গেলে সাবেক কাউন্সিলর আয়শা আকতার, পারভীন আকতার, হাফসা বেগম এবং মিজবাহর উপর হামলা চালিয়ে তাদেরকে আহত করা হয়। এছাড়াও অন্য দুইটি ঘর এবং ঘরের ভেতরের আসবাপত্র ভাঙচুরের পাশাপাশি বাড়ি নির্মাণের জন্য রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে দাবি করেন ভুক্তভোগীরা। ঘটনার পর ভুক্তভোগী পরিবার চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবার দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.