বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মুহাম্মদ খান বিটুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু।
এ সময় দোয়ায় অংশ নেন জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, জসীম উদ্দিন রিপন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আজমসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি'র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর যখন নেতৃত্বশূন্যতায় ভুগছিল তখন দলের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে বৃহৎ এই দলের হাল ধরেছিলেন বিএনপি'র বর্তমান চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে এই দেশের গণতন্ত্র ফিরে এসেছিল। বিশেষ করে ১৯৮৬ সালের ত্যাগী এই নেত্রীর নেতৃত্বে স্বৈরাচার এরশাদকে বিদায় করা হয়েছিল। তার আপোষহীন নেতৃত্বের ফলেই দেশের তরুণ সমাজ থেকে শুরু করে ঘরে ঘরে মানুষ বিএনপিকে ভালোবাসে। তিনি আরো বলেন, গণতন্ত্রের জন্য জীবনভর লড়াই করে যাওয়া বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। তার এই সংকটাপন্ন অবস্থায় দেশের মানুষ উদ্বিগ্ন। এ অবস্থায় দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে মহান আল্লাহ যেন সাবেক তিনবারের এই প্রধানমন্ত্রীকে দ্রুত সুস্থতা দান করেন তার জন্য সবাই দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে মাদ্রাসা শিক্ষার্থীরা কোরআন খতম দেন।