'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫' উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সুচিন্তিত ভাবনা জানতে এই সভার আয়োজন করা হয়।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া এই সভায় উপজেলার সফল খামারি, বিশেষ করে তরুণ ও নারী উদ্যোক্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁরা প্রাণিসম্পদ পালনে তাঁদের অভিজ্ঞতা, বিদ্যমান সমস্যা ও আগামীর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্র জানায়, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই মতবিনিময় সভার লক্ষ্য ছিল তৃণমূলের অংশীজনদের সরাসরি অংশগ্রহণে স্থানীয় প্রাণিসম্পদ উন্নয়নে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরি করা।