× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উচ্ছেদ আতঙ্কে ৪০০ পরিবার: চট্টগ্রাম ডিসি কার্যালয়ের সামনে মানববন্ধন

০১ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৫ পিএম

ছবি: সংগৃহীত।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে দীর্ঘ ছয় দশক ধরে বসবাসরত ভূমিহীন চার শতাধিক পরিবার পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে। আজ সকাল ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শত শত নারী–পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।

ভুক্তভোগীদের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে কোনো নোটিশ বা বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই তাদের উচ্ছেদের চেষ্টা চলছে, যা চার শতাধিক পরিবারকে চরম অনিশ্চয়তায় ফেলেছে।

মানববন্ধন শেষে পরিবারগুলো চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনপত্রে উল্লেখ করে—উচ্ছেদযোগ্য এলাকায় তাদের মসজিদ, মাদরাসা, কবরস্থানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে; যেখানে প্রায় ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছে এবং বহু পূর্বপুরুষ সমাহিত আছেন। অতীতে সওজ বিভাগ রাস্তা সংস্কারের জন্য চাওয়া ২৯ ফুট জায়গাও তারা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন।

বক্তারা বলেন, “পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানে শত শত মানুষকে খোলা আকাশের নিচে ফেলে দেওয়া। সরকার ও জেলা প্রশাসন মানবিক সিদ্ধান্ত নেবে—এটাই আমাদের প্রত্যাশা।”

ভূমিহীন পরিবারগুলো পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম স্থগিতের দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.