× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি’র সমর্থকদের সংঘর্ষের ঘটনায় মামলা, আসামীদের জামিন

মো. নুরুল ইসলাম, দেলদুয়ার (টাঙ্গাইল)

০১ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৮ পিএম

টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপির ২ নেতার সমর্থকদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় সকল আসামী জামিন পেয়েছে। সোমবার আসামীরা টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে গত শনিবার টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপি কর্তৃক ঘোষিত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর মনোনয়ন বাতিল চেয়ে

উপজেলার এলাসিন বাজারে মানববন্ধন কর্মসূচি দেয় অপর মনোনয়ন প্রত্যাশি জুয়েল সরকারের কর্মী- সমর্থকরা। শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছিল হঠাৎ নাগরপুর এলাকা থেকে লাভলুর সমর্থনে অর্ধশতাধিক মোটর সাইকেল বহরে শতাধিক কর্মী সমর্থক উস্কানিমূলক স্লোগান দিয়ে কর্মসূচিস্থল অতিক্রম করেন।

পরে উভয় নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের প্রায় ২০ জন রক্তাক্ত যখম হন। ওই দিনই আগ এলাসিন গ্রামের ছানোয়ার হোসেন নামের লাভলুর এক সমর্থক দেলদুয়ার থানায় ২৫ জনের

নাম উল্লেখ করে এবং ৭০/৮০ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করেন।

এ ব্যপারে মামলার ১নং আসামি বিএনপির মনোনয়ন প্রত্যাশি জুয়েল সরকার বলেন, আলহামদুলিল্লাহ্; ১টি মিথ্যা ও সাজানো মামলায় সকল আসামির জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.