× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মানের দাবীতে মানববন্ধন

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

০১ ডিসেম্বর ২০২৫, ১৪:২৪ পিএম

ফেনীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মানের দাবীতে ফেনী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন করেছেন আইনজীবীরা। সোমবার (১ ডিসেম্বর) সকালে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে মানববন্ধনে আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুরুল আমিন খানের সভাপতিত্বে ও এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মীর মোশারফ হোসেন মানিক, সাবেক সভাপতি এডভোকেট আবদুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পার্থ পাল চৌধুরী , এডভোকেট মোহতাছেম উদ্দিন বিল্লাহ, এডভোকেট নুরুল আবসার মুকুল প্রমুখ।  

আইনজীবীরা বলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন অন্যান্য জেলায় নির্মিত হলেও ফেনীতে তা নেই, ফলে এজলাস সংকটের কারনে বিচারপ্রার্থীরা যেমন হয়রানি হচ্ছেন, পাশাপাশি বিচারিক কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। 

বিগত ৫ বছর পূর্বে ভবন নির্মানের জন্য জমি অধিগ্রহণ করা হলেও অজ্ঞাত কারনে কার্যকর ব্যবস্থা না নেয়ায় সকলেই হতাশ। অতিদ্রুত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মানের কার্যক্রম শুরুর দাবী জানান আইনজীবীরা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.