× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কৃষিজমি রক্ষায় সীতাকু‌ণ্ডের সৈয়দপু‌রে গ্রামবাসীর প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

২৭ নভেম্বর ২০২৫, ১৬:৫৬ পিএম

সীতাকু‌ণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পিছের মাথায় সর্বস্তরের কৃষক ও গ্রামবাসীর উদ্যোগে ২৭ নভেম্বর কৃষিজমি রক্ষার দাবিতে একটি প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র নিকট স্মারকলিপিও প্রদান করা হয়।

গ্রামবাসী জানান, গত সোমবার সকালে একদল ভূমিদস্যু ও অবৈধ বালু উত্তোলনকারী চক্র এলাকার কৃষিজমি দখল এবং জোরপূর্বক মাটি ভরাটের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় কৃষক ও গ্রামবাসী সংগঠিত প্রতিরোধ গড়ে তুললে চক্রটি দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়।

সভায় বক্তারা বলেন, “আমরা কৃষক। কৃষিনির্ভর বাংলাদেশকে কৃষিহীন করার লক্ষ্যে একদল ভূমিদস্যু আমাদের কৃষিজমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। আমরা তা হতে দেব না।”

তারা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেন। কৃষকদের ভাষ্য, “আমাদের কৃষিজমি আমাদের জীবিকা। অবৈধ বালু উত্তোলন ও জমি দখলের মতো অপকর্ম রুখে দাঁড়াতে না পারলে ভবিষ্যতে আমাদের ফসল, জীবিকা ও পরিবেশ হুমকির মুখে পড়বে।”

স্থানীয়রা বলেন, গ্রামবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমেই কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ ও অবৈধ দখল প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখা সম্ভব। প্রতিবাদ সভায় বিপুলসংখ্যক কৃষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.