রামপালে লায়ন ফরিদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সময় বাড়ার সাথে সাথে মুহুর্মুহু করতালি ও স্লোগানে পূর্ব নির্ধারিত সভাটি জনসভায় রূপান্তরিত হয়। দেখে মনে হয় ধানের শীষের পক্ষে জোয়ার নেমে এসেছে। গতকাল বুধবার (২৬ নভেম্বর) বিকেল তিনটায় রামপাল উপজেলার কুমলাই বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণা সভায় এ দৃশ্য দেখা যায়। “ভোট দিব ধানের শীষে দেশ গড়বো মিলেমিশে” স্লোগানে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রামপাল মংলা ও ফকিরহাট সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ সময় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আমরা সাম্যের বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেছি। তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। রামপাল, মোংলা ও ফকিরহাট জানপদের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় কাজ করতে হবে। কোন অবস্থায় স্বৈরাচার ফ্যাসিষ্ট যেন আমাদের ঐক্য বিনষ্ট করতে না পারে সেদিকে কড়া নজর রাখতে হবে। আপনারা ধোঁকাবাজ একটি দলের বেহেস্ত পাইয়ে দেয়ার কথায় বিভ্রান্ত হবেন না। আমাদের মনে রাখতে হবে, হালাল খাবার, সত্যের পথে চলা, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করলেই আপনার আমার পরোকালে শান্তি আসবে।
এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান পিয়াল, বিএনপি নেতা আব্বাস উদ্দিন, মোল্লা কামারুজ্জামান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, মোতালেব হোসেন প্রমুখ। জনসভায় নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।