বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত রংপুর-ঢাকা-রংপুর রুটের ডিলাক্স বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর রেঞ্জের লালমনিরহাট আনসার ক্যাম্প থেকে আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আবদুল আউয়াল, বিবিএম, পিভিএমএস।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, আনসার সদস্যদের কল্যাণে আরামদায়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই বাস সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সার্ভিসে বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা থেকে সাধারণ সদস্যরা সুলভ মূল্যে যাতায়াত করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. কামরুজ্জামান, লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট সহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াত হোসেন, রংপুর জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল্লাহ ইমনসহ আনসার–ভিডিপির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
উদ্বোধনের শেষে জানানো হয়, লালমনিরহাট থেকে প্রতি বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে বাসটি রংপুর হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং শনিবার ঢাকা থেকে রংপুর হয়ে লালমনিরহাটে ফিরবে।