× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর

২৫ নভেম্বর ২০২৫, ১৮:৩১ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় যুবক ইউছুফ। তবে এ হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আনোয়ার সাহারপাড়া গ্রামের আলী রেজা বেপারী বাড়ির বাসিন্দা এবং নাগমুদ বাজারে একটি কনফেকশনারির মালিক ছিলেন। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন।

অভিযুক্ত ইউছুফ একই গ্রামের মাইজের বাড়ির এরশাদ মিয়ার ছেলে। তিনি প্রবাসে থাকতেন; প্রায় দেড় বছর আগে দেশে ফিরে আর বিদেশে যাননি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসেছিলেন আনোয়ার। এ সময় ইউছুফ এসে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর দোকানের ভেতরের দিকে ডেকে নিয়ে হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের বুক ও পেটে আঘাত করে ইউছুফ। এরপর তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত আনোয়ারকে স্থানীয়রা উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জান্নাত আক্তার সাথী কান্নায় ভেঙে পড়ে বলেন, “কেন আমার স্বামীকে হত্যা করল কিছুই বুঝতে পারছি না। নির্মমভাবে খুন করেছে। আমি বিচার চাই।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.