রংপুরের বদরগঞ্জে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গত রবিবার ২৩ নভেম্বর বিকাল ৪ টায় রাঙ্গামাটি জেলার লংগদু রহমতপুর মাইন মুখী থানা এলাকায় পুলিশ আটক করে।
পুলিশ জানায়, গত ১৩ নভেম্বর রাত ৯ টায় বাড়ির সামনে মাইক্রোবাস নিয়ে এসে সপ্তম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবক। ওই দিন রাতেই পরিবারের সদস্য বিষয়টি জানতে পেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে পুলিশ। গত ২৩ নভেম্বর বিকাল ৪ টায় রাঙ্গামাটি জেলার লংগদু রহমতপুর মাইন মুখী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান যুগান্তরকে বলেন "গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। অপহরণে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যুবককে আদালতের মাধ্যমে রংপুর জেলা হতে পাঠানো হয়েছে।