আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-২ মতলব উত্তর, দক্ষিণ নির্বাচনি আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ৷
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে মতলব ব্রিজে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো: জালাল উদ্দিন ৷
এসময় তিনি বলেন, যারা বিএনপি করেন যদি ধানের শীষকে ভালোবাসেন, এবং যদি দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে আসুন নিজেদের মাঝে কোন ভেদাবেদ না রেখে আপনারা সবাই একমঞ্চে আসুন এবং বিএনপিকে নির্বাচনে জয়যুক্তকরুন ৷ মনে রাখবেন ধানের শীষ আমার মার্কা নয় এই ধানের শীষ বিএনপির এবং জনগণের সকলের মার্কা ৷ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া বহু যাচাই- বাচাই করে
চাঁদপুর-২ আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন ৷
পথসভায় ড. মো: জালাল উদ্দিন আরো বলেন, মতলবের মাটিতে সন্রাস,চাদাঁবাজ এবং বালু খোরদের কোন ঠাই হবেনা যারা এখোনও এই সকলকাজে লিপ্তরয়েছেন এগুলো বন্ধকরুন না হয় মতলব ছারুন ৷
তিনি আরো বলেন , ধানের শীষ নিয়ে মিস্টি মিষ্টি কথা বলবেন আবার তলেতলে ধানের ঘোরাকাটবেন এগুলো যারা বিএনপি করেন তাদের কাজনয় আপনারা কি করেন তা মতলবের জনগণ জানে সুতরাং চক্রান্ত বাদদিয়ে যদি দেশপ্রেমিক হয়েথাকেন এবং দলকে মনথেকে ভালোবাসেন তহলে একমঞ্চে আসুন ধানের শীষে ভোটদিয়ে চাঁদপুর-২ আসনটি বিএনপিকে উপহার দেই ৷
পথসভায় আরো বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল,মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামূল হক বাদল৷
পথসভায় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উরজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাগর,মতলব উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি এসএম জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন সপন, তোফায়েল পাটোয়ারী, সহসাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক খাইরুল হাসান বেনু,ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহবায়ক মুরাদ বেপারী, উপজেলা মহিলাদলের সভাপতি ফারজানা সরকার, সাধারণ সম্পাদক আমেনা বেগম,উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জযনাল পাটোয়ারীসহ মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা বিএনপি,যুবদল ও অঙ্গসহযোগী সংগঠন ও মহিলাদলের নেতৃবৃন্দ ৷