× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের পারিবারিক গাভী পালন প্রশিক্ষণ: আত্মনির্ভরতার নব দিগন্ত

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৫, ১৮:৫৬ পিএম

সরকারি নিবন্ধিত অরাজনৈতিক যুব উন্নয়নভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল ইয়ুথ ফাউন্ডেশন উদ্যোগে, যুব উন্নয়ন অধিদপ্তরের আর্থিক সহায়তায়, বেকারত্ব কমানোর লক্ষ্যে ৬ দিনব্যাপী গাভী পালন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

১৮ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ ৬ দিনব্যাপী গাভী পালন প্রশিক্ষণে, পটিয়া উপজেলার ৩০ জন বেকার যুবক-যুবতী অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা পারিবারিকভাবে গাভী পালণে দক্ষতা অর্জন করে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করবে মনে করেন আয়োজকরা।

জানাযায়, প্রশিক্ষণকালীন প্রত্যেককে ৬০০ টাকা যাতায়াত ভাড়া এবং প্রশিক্ষণ শেষে সরকারি স্বীকৃত সার্টিফিকেট দেওয়া হয়। এ শিক্ষামূলক উদ্যোগ পটিয়ার যুবক-যুবতীরা আর্থিক দক্ষতা বৃদ্ধি আর কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে, যা তাদের নিজস্ব সমাজে শক্তিশালী ভূমিকা রাখার পথ প্রশস্ত করবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন (আফমাস) বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতিতে চাকরির সুযোগ খুবই  সীমিত, এই সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এই সংকট থেকে উত্তরণে যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ হচ্ছে গুরুত্বপূর্ণ উপায়। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও সম্পদশালীদের এগিয়ে আসলেই, একটি সুখী, সম্মৃদ্ধ বেকারত্বহীন বাংলাদেশ গঠন করতে পারবো।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.