৬ দফা দাবিতে আবারও কর্মবিরতি ডাক দিয়েছে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। দাবি বাস্তবায়নে বৃহস্পতিবারের মধ্যে সরকার প্রজ্ঞাপন জারি না করলে শনিবার থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয় পরিষদ।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক ওয়াসি উদ্দিন রানা। এ সময় উপস্থিত ছিলেন সদস্যসচিব ফজলুল হক চৌধুরী, মুখ্য সংগঠক জিয়াউল হক কাবুল, আব্দুস সালাম, মিরাজুল করিম প্রমুখ।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ৬ দাবিতে তারা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে আসছেন। দাবি যৌক্তিক মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও ৫ বার প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।
নেতাদের অভিযোগ, দাবি বাস্তবায়নে কালক্ষেপণের কারণে ১ অক্টোবর থেকে সারা দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ টিকা কেন্দ্রে ইপিআই ও টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) কর্মসূচির রিপোর্ট তৈরিসহ সব কার্যক্রম বন্ধ রেখে তারা কর্মবিরতি শুরু করেছিলেন। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে ৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসেন।
আলোচনার পর এক মাসের জন্য কর্মবিরতি স্থগিত করেন স্বাস্থ্য সহকারীরা। পরে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে প্রায় ৫ কোটি শিশুকে টিসিভি টিকা দেওয়ার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেন তারা।
তবে নেতাদের দাবি, আশ্বাস পালন না করে উল্টো চাঁদপুরের দুই স্বাস্থ্য সহকারী—আরিফ মোহাম্মদ রুহুল ইসলাম ও শাহজালালকে কুমিল্লায় বদলি করা হয়েছে। টিসিভি বাজেট বরাদ্দ নিয়ে প্রতিবাদ করায় এ বদলি করা হয়েছে বলে অভিযোগ তাদের।
তাদের অভিযোগ, দাবি তুলে ধরলেই একেক অজুহাতে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়া হয়েছে। আমরা কথা রেখেছি, কিন্তু কর্তৃপক্ষ রাখেনি। এবার সবাই অনড়। আমরা আর আশ্বাসে বিশ্বাসী নই—বাস্তবায়ন চাই। তারা বলেন, দুই সহকর্মীর বদলি প্রত্যাহার এবং ৬ দফা দাবি প্রজ্ঞাপন আকারে প্রকাশ না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে।
স্বাস্থ্য সহকারীদের ৬টি দাবি হলো নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতাসহ ১৪তম গ্রেড ও ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতিতে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুনর্নির্ধারণে প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল যুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) সম্পন্নকারীদের সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া।
আগামী ২৭ নভেম্বরের মধ্যে দাবি মেনে নেওয়ার সরকারি আদেশ জারি না হলে, ২৯ নভেম্বর থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
