× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালিয়াকৈরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

মো. মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৫, ১৮:১২ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর আদর্শপাড়া এলাকায় অবস্থিত বাইতুস সালাত জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী সিরাজী (৩৫) এর বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর মা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইমাম ইউসুফ আলী সিরাজীকে আটক করে। থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে।

গ্রেফতারের পর রবিবার সকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কালিয়াকৈর থানা পুলিশের ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ বলেন, “ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় সব আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.