× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে নানা অনিয়ম

মাসুদুর রহমান, জামালপুর

২৩ নভেম্বর ২০২৫, ১৪:৩৫ পিএম

জামালপুর জেলার সদর উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। রোববার সদর উপজেলার  কেন্দুয়া ইউনিয়নের গোরস্থান মোড় এলাকায় কেন্দুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন নিয়মকানুন তোয়াক্কা না করে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে নিজের ইচ্ছেমতো ১৫ টাকা কেজি দরে ৩০ কেজির পরিবর্তে ২৯ কেজি ও ২৯  কেজি ২০০ গ্রাম করে চাল বিতরণ করেছে। ডিলার যেমন চাল পরিমাপে কম দিয়ে চুরি করছে তেমনি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন গরীব অসহায়দের টাকা। ট্যাগ অফিসারের অনুপুস্থিতিতে চাল বিক্রি করা হচ্ছে। এতে কালো বাজারে চাল বিক্রির সুযোগ পাচ্ছেন ডিলার। এ কর্মসূচির উদ্দেশ্য মহৎ হলেও এইসব দুর্নীতিবাজ ডিলারদের কারণে তা পুরোপুরি কার্যকর হচ্ছে না।  

স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, চালের ডিলার আনোয়ার অনিয়মকে যেন নিয়মে পরিণত করেছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গরিবের পেটে লাথি মেরে কালো বাজারে চাল বিক্রয় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অথচ যাদের জন্য এ কর্মসূচি, তারাও উপকার পাচ্ছে না। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। এদিকে সাংবাদিকরা সংবাদ পেয়ে তথ্য সংগ্রহ করতে গেলে বিএনপি নেতা আনোয়ার বিভিন্ন নেতার নাম ভাঙ্গাতে থাকে।  পাশাপাশি এদের কিছু কিছু কর্মকান্ডের জন্য দলের সুনাম নষ্টের মুখে পড়েছে।  এলাকায় চলছে বেশ আলোচনা ও সমালোচনা।  

ভুক্তভোগী লুতফা বেগম জানান, ৪৫০ টাকার বিনিময় আমাদের ৩০ কেজি চাল দেয়ার কথা কিন্তুু ডিলার আনোয়ার ২৯ কেজি চাল দিচ্ছে । বাপুরে আমরা গরীব মানুষ, বাধ্য হয়েই নিতে হচ্ছে। 

রিক্সাচালক সুলতান জানান, ডিলার আনোয়ার ৩০ কেজি চালের জন্য আমার থেকে ৪৫০ টাকা নিয়েছে। অথচ চাল পেয়েছি ২৯ কেজি। একদিকে ৩০ কেজির টাকা নিয়েছে অন্যদিকে ১ কেজি চাল কম। ডিলার এভাবেই দুর্নীতি করতেছে। যেন দেখার কেউ নেই। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সুবিধাভোগীরা জানান, আনোয়ার আগের বার ২ কেজি করে চাল কম দিছে।  আমরা প্রতিবাদ করছিলাম। তাই বিভিন্ন স্বনামধন্য নেতাদের নাম ভাঙ্গিয়ে ভয় দেখায়। এর আগে বৃষ্টির মধ্যে আমাদের ২ ঘন্টা বসায় রাখছিল সেদিন চাল দেয় নাই। 

জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান জানান, ওজনে কম দিয়ে চাল বিক্রয় করেছে শুনেছি। চাল কম দেওয়ার কোন সুযোগ নেই। উপজেলা খাদ্য কর্মকর্তাকে জানিয়েছি। তদন্ত করে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.