মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে শারপিন মোল্লা (৬২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শারপিন মোল্লা ওই এলাকার মৃত সাইজুদ্দিন মোল্লার ছেলে।
নিহতের ছেলে মোশারফ হোসেন জানান, জমির সীমা নির্ধারণকে কেন্দ্র করে তাদের সঙ্গে প্রতিবেশী মৃত রাজ্জাক মুন্সির ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি রউফুল মুন্সি এবং তার পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ নিয়ে তাকে ও তার বাবাকে একাধিকবার হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।
মোশারফ হোসেন বলেন, গত শনিবার সন্ধ্যায় তার বাবা চর উলাইল সরকারি বিদ্যালয় সংলগ্ন একটি দোকান থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ফোর্ডনগর দক্ষিণ মোল্লা পাড়ায় কুরবান আলীর বাড়ির সামনে পৌঁছালে রউফুল মুন্সি, তার ভাই নজরুল ইসলাম বাবু ও তাদের লোকজন হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে কোপাতে তারা বাবাকে রাস্তার উপর ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১৫ আগস্ট রউফুল মুন্সিকে ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।