নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি চালক আব্দুল কাদের হত্যা মামলার অন্যতম পলাতক আসামি সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-৩,নোয়াখালী ক্যাম্প।
গতকাল শনিবার(২২ নভেম্বর) রাতে র্যাব-১১,সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১,সিপিসি-৩-এর একটি আভিযানিক দল ফেনী রোড চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সালাহ উদ্দিন হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে বলেও জানিয়েছে র্যাব।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আব্দুল কাদের (৩৫) পেশায় একজন সিএনজি চালক। গত ৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জের শরীফপুর এলাকায় মনু মিয়ার চা দোকানে বসে থাকা অবস্থায় ১৫-২০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে দোকান থেকে জোর করে টেনে বের করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে লাশ পাশের ডোবায় ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।
ঘটনার পর ভিকটিমের ভাই মো.হারুন রশিদ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজুর পর থেকে আসামিরা পলাতক ছিল। এরপর র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং একপর্যায়ে সালাহ উদ্দিনকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।