× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

চন্দনাইশ প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৫, ১৯:৩৪ পিএম । আপডেটঃ ২২ নভেম্বর ২০২৫, ১৯:৪৬ পিএম

শনিবার (২২ই নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার হারলা নয়াহাটস্থ দক্ষিণ জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মানব কল্যাণ পরিষদের আয়োজনে ও হারলা মুসলিম ইয়ং সোসাইটির বাস্তবায়নে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, রাজ টিম্বার এন্ড স'মিলের প্রোপাইটর মো.আবু ফয়েজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১৪ আসন থেকে সংসদ সদস‍্য পদপ্রার্থী ডা.মোঃ শাহাদাত হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,  চন্দনাইশ উপজেলার আমির মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব‍্যবসায়ী শিল্পোদ‍্যক্তা আব্দুল মন্নান, অধ‍্যাপক আযম খান, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ছালেহ আহমদ কোম্পানী, মোহাম্মদ আব্দুল হান্নান, এটি.এম মাসুদ চৌধুরী, মোহাম্মদ নূরুল আলম মাস্টার, মোহাম্মদ আবু তালেব প্রমুখ।

এসময় চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়। 

প্রধান অতিথি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন হয়েছে । দেশের বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই আমরা বিনা মূল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন করি। এ আয়োজনে সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীতে এ ধরনের কার্যক্রম আরো অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

চোখ শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। গ্রামের প্রান্তিক মানুষেরা চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে উদাসীন। তাই মানব কল্যাণ পরিষদের আয়োজনে প্রায় ৫ শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.