× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বহিরাগত কোন ব্যক্তিকে হোমনার মানুষ ভোট দেয় না- সাবেক সচিব আব্দুল মতিন খান

মো: তপন মিয়া সরকার, হোমনা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৫, ১৯:২২ পিএম

ছবি: সংগৃহীত

কোন বহিরাগতকে হোমনা-তিতাসের মানুষ ভোট দেয় না। এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত, হোমনার মানুষ নিজের পকেটের খরচ করে রাজনীতি করে। বিগত দিনে মুরাদনগর থেকে এসে দুইবারে হোমনা সদরে বাড়ী করেছে, কোন কাজে আসে নাই। আপনি এখন সিনাইয়া মাথাভাঙ্গা বাড়ি করেছেন এটা কাজ হবেনা। 

হোমনার মানুষ জানে আপনার জন্মস্থান মেঘনা আপনার দাদার বাড়ি ও নানার বাড়ি ঐ উপজেলায় এমন মন্তব্য করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান।

আজ শনিবার ২২ নভেম্বর বিকেলে দুই শতাধিক মটর বহন নিয়ে কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর বাজার সংলগ্নে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩১ দফা প্রচার ও গণসংযোগ শেষে জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস থাকাকালীন তিতাস, হোমনা, মেঘনা, অসংখ্য যুব সমাজের সরকারি বেসরকারি সংস্থায় কর্মসংস্থানে সহযোগিতা, শিক্ষা, প্রশাসনিক এবং অবকাঠামোগত সকল উন্নয়ন কর্ম কান্ডে একান্ত ভাবে জড়িত থেকে বছরের পর বছর ধরে তিতাস, হোমনা ও মেঘনার মাটি এবং মানুষের পাশে থেকেছেন নিরলসভাবে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রীর এপিএস থাকার অপরাধে চাকুরীতে ও এস ডি,দূর্নীতির মিথ্যা মামলা, কারাভোগ সহ বিভিন্ন হয়রানির স্বীকার হয়েছেন সাবেক এই আমলা। মরহুম এমকে আনোয়ারের পরবর্তী হোমনার নেতা কে হবেন তা জনগণই ঠিক করবেন। আমি নেতা হতে চাই না, আমি একজন কর্মী হিসেবে এলাকাবাসীর পাশে থাকতে চাই। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও কর্মী সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.